সঠিক উত্তর হচ্ছে: ভূতপূর্ব
ব্যাখ্যা: অলুক অর্থ হলো বিভক্তি লোপ পাবে না অর্থাৎ ব্যাসবাক্যে এবং সমস্ত পদে বিভক্তি বজায় থাকবে। মাটিরময়না, কলের গান, মনের মানুষ (অলুক তৎপুরুষ সমাস) পূর্বে ভূত= ভূতপূর্ব ( ৭মী তৎপুরুষ সমাস। রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ- নবম ও দশম শ্রেণীর বোর্ড বই।