সঠিক উত্তর হচ্ছে: দেশি
ব্যাখ্যা: আলু দেশি শব্দ। সুত্রঃ বাংলা একাডেমী অভিধান।
তবে, আলুবোখারা ফারসি শব্দ। সুত্রঃ বাংলা একাডেমী অভিধান।
বাংলাদেশের আদিম অধিবাসীদের (যেমনঃ কোল,মুণ্ডা প্রভৃতি) ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত রয়েছে। এসব শব্দকে দেশি শব্দ বলে। যেমনঃ কুলা, গঞ্জ, চোঙ্গা, টোপর, ডাব, ডাগর, ঢেঁকি, কুড়ি, পেট, চুলা, ঝাঁটা, ঝোল, টক, তেতুল, জলপাই, ঝিঙ্গে ইত্যাদি।
রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ–নবম-দশম শ্রেণির র্বোড বই। এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।