সঠিক উত্তর হচ্ছে: মোতাহের হোসেন চৌধুরী
ব্যাখ্যা: মোতাহের হোসেন চৌধুরী রচিত \'সংস্কৃতির কথা\' গ্রন্থের বিখ্যাত প্রবন্ধ \'জীবন ও বৃক্ষ\'। সংস্কৃতির কথা গ্রন্থের বিখ্যাত উক্তি- \'ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম\' ও \'মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও।\' উৎস: শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।