সঠিক উত্তর হচ্ছে: মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা: মাইকেল মধুসূদন দত্ত রচিত \'রসাল ও স্বর্ণ-লতিকা কবিতার বিখ্যাত দুটি চরণ— উজ্জশির যদি তুমি কুল মান ধনে/করিও না ঘৃণা তবু নীচশির জনে। কৃষ্ণচন্দ্ৰ মজুমদারের বিখ্যাত চরণদ্বয় কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ/উদ্যম বিহনে কার পুরে মনোরথ। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত চরণদ্বয়— মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে/মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।