কোনও মাসে পিরিয়ড না হলে তা প্রেগন্যান্সির সবথেকে বড় চিহ্ন বলা হয়ে থাকে। মাসিক চক্র ২৪ থেকে ৩৮ দিনের হয়। আর সেই সময়র মধ্য়ে কোনও মহিলার পিরিয়ড না হয়ে থাকলে, ধরে নেওয়া য়েতে পারে তা গর্ভবতী হওয়ার সঙ্কেত দিচ্ছে। ঠিক সময়ে মাসিক না হওয়ার অর্থ অযাচিত গর্ভবতী হয়ে যাওয়ার সম্ভাবনা।