একটি বিশেষ পাঠ উপস্থাপনের উদ্দেশ্যে প্রস্ততকৃত, সুচিন্তিত, পদ্ধতিগত ধারাবাহিক প্রক্রিয়ার লিখিত রূপটি হলো পাঠ পরিকল্পনা (Lesson Plan)। দৈনন্দিন পাঠে এই পরিকল্পনাটি করতে হয় বলে একে দৈনন্দিন পাঠ পরিকল্পনাও বলা যেতে পারে। পাঠ পরিকল্পনার মাধ্যমে শিক্ষক পাঠের প্রতিটি ধাপ মানসপটে দেখতে পান।