সঠিক উত্তর হচ্ছে: লাল লাল ফুল
ব্যাখ্যা: দ্বিরুক্ত মানে দু\'বার উক্ত হয়েছে এমন সব শব্দ। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া- এদের দ্বিরুক্ত হতে দেখা যায়। আর এ ধরনের শব্দ প্রয়োগে বাক্য অর্থ জোড়ালো, সম্প্রাসারণ, আধিক্য ও বহুত্ব ভাব প্রকাশ করে।\nবিশেষণ পদযোগে গঠিত দ্বিরুক্ত শব্দ-লাল লাল ফুল।ভিজে ভিজে,কাঁদো কাঁদো।\n