সঠিক উত্তর হচ্ছে: ব্যতিহার কর্তা
ব্যাখ্যা: কোন বাক্যে যে দুটি কর্তা একত্রে এক জাতীয় ক্রিয়া সম্পাদন করে, তাদের ব্যতিহার কর্তা বলে। যেমনঃ \'বাঘে-মহিষে একঘাটে জল খায়\'। অন্যদিকে \'শিক্ষক ছাত্রদের পড়াচ্ছে। এ বাক্যে \'শিক্ষক\' প্রযোজক কর্তা এবং \'ছাত্র\' প্রযোজ্য কর্তা। নিজে নিজেই ক্রিয়া সম্পাদন করলে মূখ্য কর্তা। যেমনঃ- ছেলেরা ফুটবল খেলছে।