সঠিক উত্তর হচ্ছে: ইংরেজি + বাংলা
ব্যাখ্যা: \'খ্রিস্টান \' ইংরেজি + বাংলা জাতীয় মিশ্র শব্দ।\n\nদুইটি ভিন্ন ধরনের শব্দ সমাসবদ্ধ হয়ে বা অন্য কোনো উপায়ে একত্রিত হলে ওই নতুন শব্দটিকে বলা হয় মিশ্র শব্দ। এক্ষেত্রে যে দুইটি শব্দ মিলিত হলো, তাদের শ্রেণিবিভাগ চিনতে পারাটা খুব জরুরি। যেমনঃ\n\nরাজা - বাদশা (তৎসম + ফারসি),\n\nহাটবাজার (বাংলা + ফারসি),\n\nহেড - মৌলভি (ইংরেজি + ফারসি),\n\nহেড - পন্ডিত (ইংরেজি + তৎসম),\n\nখ্রিষ্টাব্দ (ইংরেজি + তৎসম),\n\n\'খ্রিস্টান (ইংরেজি + বাংলা)।