মহাদেশটির সর্বোচ্চ স্থান কিলিমাঞ্জারো (৫,৯৬৩ মিটার)। আয়তনে আফ্রিকা মহাদেশের বৃহত্তম বা সবচেয়ে বড় দেশ আলজেরিয়া (প্রায় ২৩ লক্ষ ৮১ হাজার ৭৪১ বর্গকিলোমিটার) এবং সবচেয়ে ছোট দেশ সেশেলিস (৩০৮ বর্গকিলোমিটার)। এ মহাদেশের দীর্ঘতম নদী নীলনদ (৬.৬৬৯ কিলোমিটার)।