সঠিক উত্তর হচ্ছে: ডেটা সিকিউরিটির
ব্যাখ্যা: পরিচয়হীন লেনদেন ডেটার ব্যবহার বন্ধ করা প্রয়োজন কারন বার্তা অথবা লেনদেন সংক্রান্ত তথ্য পাঠানোর সময় Intruder (বা অনধিকার প্রবেশকারী) এসব বার্তা বা তথ্য পরিবর্তন, পরিবর্ধন বা সংযোজনের মাধ্যমে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করে। অনেক সময় Intruder লেনদেন সংক্রান্ত তথ্য পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন বা অন্যের নামে তথ্য প্রেরণের মাধ্যমে টাকা পয়সা আত্মসাৎ করে বা করার চেষ্টা করে। এটা ই-কমার্সের জন্য বড় ধরনের হুমকি স্বরূপ। অনার্দিষ্ট ব্যক্তি বা অনধিকার প্রবেশকারী যাতে সিস্টেমে প্রবেশ করতে না পারে সেজন্য সফটওয়্যার ও হার্ডওয়্যার ফায়ারওয়াল ব্যবহার করা হয়।\n[ তথ্যসূত্রঃএকাদশ ও দ্বাদশ শ্রেণী: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অধ্যায়-৬.১০: ডাটা সিকিউরিটি(Data Security)]