সঠিক উত্তর হচ্ছে: রামায়ণ
ব্যাখ্যা: বাংলা ভাষার প্রথম সার্থক মহাকাব্য মাইকেল মধুসূদন দত্ত রচিত \'মেঘনাদবধ কাব্য\'। এর কাহিনী রামায়ণ থেকে সংগৃহীত। \'রামায়ণ\' এর রাবণের সীতা হরণ, রাম রাবণের লঙ্কাযুদ্ধ এবং যুদ্ধে রাবণের পরাজয়ের কাহিনী নিয়ে এ মহাকাব্য রচিত হয়েছে। উৎস: বাংলা শীকর প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।