শীতকালে আমাদের দেহ কোষগুলো সংকুচিত অবস্থায় থাকে। এর ফলে মাংস পেশীগুলোও শক্ত হয়ে থাকে। অন্য সময়, আঘাত লাগলে মাংস পেশীগুলো স্থানান্তরিত হয় ফলে আঘাতের মাত্রা কম অনুভূত হয়। শীতকালে মাংস পেশীগুলো শক্ত হয়ে থাকে বলে এই স্থানান্তরন সম্ভব হয় না। তাই আঘাত অপেক্ষাকৃত বেশি মাত্রায় অনুভূত হয়।