মৃত্যু নয় বলুন ইচ্ছা দেহত্যাগ। সেটা নিমিত্ত হয়েছিল জরা নামে এক ব্যাধ। কৃষ্ণের পায়ের বুড়ো আঙুলকে সেই ব্যাধ ভেবেছিলো লাল টুকটুকে পাখি তাই শিকার করার জন্য বান ছুড়েছিলো ভুল করে কিন্তু ওটাই ছিলো শ্রী কৃষ্ণের পায়ের বুড়ো আঙুল। এসবই পূর্ব নির্ধারিত ছিলো জরা ব্যাধই রামায়ণের বালি। বালি বধের পর শ্রীরামচন্দ্র আহত বালিকে কথা দিয়েছলেন ভগবানের অবতার হলেও পৃথিবীতে সাধারণ মানুষের মতোই কর্মফল ভোগ করতে হবে ন্যায় হলেও যেহেতু অতর্কিতে পিছন থেকে বধ করেছে তাই সামনের জন্মে অর্থাৎ দ্বাপরযুগে কৃষ্ণরূপে যখন জন্ম নেবে তখন বালি জরা নামে ব্যাধ হবে ভগবান তার হাতে ভুলবশত বধ হবেন আর সেখানেই হবে দ্বাপরযুগের অবসানের সহিত কলিযুগের সূচনা। সুতরাং এইসবই ভগবানের লীলা মৃত্যু নয় ইচ্ছা দেহত্যাগ.