পুজোর একটা দিন মানুষ হৃদয়ের দেবতা কে প্রতিমার মাধ্যমের পুজা করে। পুজোর প্রথম দিন তাতে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এরপর আমরা যেভাবে বাসাতে প্রিয়জন, ভালবাসার মানুষ এলে তাকে ভাল খেতে দিই, বসতে দিই, সেবা করি এখানেও ঠিক তাই। এই চারদিন তিনি আমার বিশেষ অতিথি। বিশেষ ভালবাসার। তাকে কেন্দ্র করেই সব আনন্দ, উৎসব, আয়োজন, হৈ হুলোড়। এই চারদিন একেবারে ঈশ্বরময়। পুজো শেষে বিসর্জনের দিন তাকে আবার হৃদয়ে পুনঃস্থাপন করা হয় মন্ত্র যোগে। বলা হয় মা এতদিন তুমি বাইরে ছিল এবার আমার হৃদয়ে চলে আস, হৃদয়ে থাক। এতদিন ঈশ্বর ওই প্রতিমাই ছিলেন এখন তো তিনি নেই। সেই আসন রাখার আর প্রয়োজন কি! তাই পুজোর শেষে প্রতিমা বিসর্জন করা হয়।