নিচের অপশন গুলা দেখুন
- প্রতিপক্ষ
- পরিপূর্ণ
- প্রভাত
- আরক্তিম
পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে।
অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত।
যেমন - মরণ পর্যন্ত = আমরণ।
পূর্ণ বা সমগ্র অর্থে (পরি বা সম) অবয়ীভাব সমাসের উদাহরণ = পরিপূর্ণ, সম্পূর্ণ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।