সঠিক উত্তর হচ্ছে: ১৭
ব্যাখ্যা: ২০১০ সালে \'\'পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার আইন-২০১০\'\' প্রবর্তন করা হয়েছে। উক্ত আইনবলে \'\'পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিধিমালা-২০১৩\'\' প্রবর্তন করা হয় যাতে ১৭টি পণ্যে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার করতে হবে।
উৎসঃ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯।
বিভিন্ন জাতীয় পত্র পত্রিকার রিপোর্ট অনুযায়ী, আরো ২টি পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে। তাই, পত্রিকার মতে, মোট ১৯টি পণ্যে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার করতে হবে।
যেহেতু প্রশ্নটি অর্থনৈতিক সমীক্ষা-২০১৯ থেকে করা হয়েছে এবং অপশন গুলোতে “১৯” নেই, তাই, উত্তর পরিবর্তন করা হলো না। তবে অপশনে “১৯” থাকলে নিজের বিবেচনা থেকে উত্তর করতে পারেন।