সঠিক উত্তর হচ্ছে: পামীর মালভূমি
ব্যাখ্যা: আমু দরিয়া মধ্য এশিয়ার দীর্ঘতম নদী। ভাখশ ও পঞ্জ নদীর সম্মিলিত স্রোতধারায় তাজিকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে তিগোভায়া বালাকা প্রাকৃতিক রিজার্ভে এটি গঠিত হয় এবং সেখান থেকে উত্তর-পশ্চিম মুখী প্রবাহিত হয়ে আরল সাগরের দক্ষিণদিকে পতিত হয়। প্রাচীনকালে নদীটিকে বৃহত্তর ইরান ও তুয়ারান সীমানা বলে গণ্য করা হতো।\n[তথ্যসূত্রঃ বিশ্বকোষ ]