সঠিক উত্তর হচ্ছে: রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা: কাজী নজরুল ইসলাম সম্পাদিত ধূমকেতু পত্রিকা\'র প্রথম পাতার শীর্ষ ভাগে \'আয় চলে আয়রে ধূমকেতু/ আধাঁরে বাধ অগ্নিসেতু/ দুর্দিনের এই দুর্গশিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। \' লাইনগুলো লেখা থাকতো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ধূমকেতু পত্রিকাকে আশীর্বাদ করে চরণগুলো রচনা করেন। (সূত্রঃ বিষয় বাংলা : ড. সৌমিত্র শেখর)