সঠিক উত্তর হচ্ছে: ২৭ নং
ব্যাখ্যা: সংবিধানের ২৭ নং অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে। এতে উল্লেখ করা হয় ‘সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয়লাভের অধিকারী।’ ২২ নং অনুচ্ছেদে নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ পৃথকীকরণের কথা বলা হযেছে। ২৮(২) অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারীপুরুষের সমান অধিকার লাভ এবং ৩১ নং অনুচ্ছেদে আইনের আশ্রয়লাভের অধিকারের কথা বলা হয়েছে। (সূত্রঃ বাংলাদেশের সংবিধান)