সঠিক উত্তর হচ্ছে: মানসী
ব্যাখ্যা: \'মানসী\' (১৮৯০) রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যকলার পূর্ণপ্রতিষ্ঠামূলক কাব্যগ্রন্থ। তাই কবি বুদ্ধদেব বসু \'মানসী\' কাব্যকে রবীন্দ্র-কাব্যের অণুবিশ্ব বলেছেন। মানসী কাব্যগ্রন্থের কয়েকটি উল্লেখযোগ্য কবিতা হলো- দুরন্ত আশা, নিস্ফলা কামনা, ভুলভাঙ্গা, কুহুধ্বনি, সুরদাসের প্রার্থনা, মেঘদূত, আত্নসমর্পন ইত্যাদি। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (লেখকঃ ড. সৌমিত্র শেখর) ]