সঠিক উত্তর হচ্ছে: বাহুল্য দোষ
ব্যাখ্যা: প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করলে বাহুল্য দোষ ঘটে এবং এর ফলে শব্দ তার যোগ্যতাগুণ হারিয়ে ফেলে৷
যেমন- উপরের বাক্যটিতে \'অর্থনীতিবদগণ\' হলো বহুবচনবাচক শব্দ৷ এর সঙ্গে \'সকল\' শব্দটির অতিরিক্ত ব্যবহার বাহুল্য দোষ সৃষ্টি করেছে।
সঠিক বাক্য - \'দেশের সকল অর্থনীতিবদ এ ব্যাপারে আমাদের সমর্থন দান করেন৷\'
উৎসঃ বাংলা ভাষার ব্যকরণ, নবম-দশম শ্রেণি।