সঠিক উত্তর হচ্ছে: সোমেন চন্দ
ব্যাখ্যা: \nপ্রগতিশীল কথাসাহিত্যক ও মার্ক্সবাদী আন্দোলনের একনিষ্ঠ কর্মী ছিলেম সোমেন চন্দ।তিনি তিনি ঢাকা মিটফোর্ড মেডিক্যাল কলেজে ভর্তি হন, কিন্তু খারাপ স্বাস্থ্যের কারণে পড়ালেখা চালিয়ে যেতে পারেন নি।পরে তিনি \"প্রগতি লেখক সংঘে\" যোগদান করেন এবং মার্ক্সবাদী রাজনীতি ও সাহিত্য আন্দোলনের সাথে যুক্ত হয়ে যান। তিনিই বাংলা সাহিত্যে প্রথম গণসাহিত্যের উপর কাজ করেন। ১৯৪১ সালে সোমেন চন্দ প্রগতি লেখক সংঘের সম্পাদক নির্বাচিত হন।