সঠিক উত্তর হচ্ছে: গিয়াস উদ্দিন ইওজ খিলজী
ব্যাখ্যা: বখতিয়ার খলজীর শিষ্য গিয়াসউদ্দিন ইওজ খিলজী ১২১২ সালে লখনৌর সিংহাসনে বসেন। তিনি বাংলার ভোগোলিক অবস্থা বিচার অনুধাবন করে সর্বপ্রথম নৌবাহিনীর প্রয়োজনীয়তা অনুভব করেন এবং নৌবাহিনী গঠন করেন। তিনি ১২২৭ সাল পর্যন্ত লখনৌর সুলতান ছিলেন। (সূত্র: বাংলাদেশের ইতিহাস, নবম-দশম শ্রেণী)