সঠিক উত্তর হচ্ছে: পেরিকার্ডিয়াম
ব্যাখ্যা: হৃৎপিন্ড
\n? হৃৎপিণ্ড অনবরত সংকুচিত ও প্রসারিত হয়ে সারাদেহে রক্ত সঞ্চালন ঘটায়। মানুষের হৃৎপিণ্ড বক্ষগহ্বরে ফুসফুস দুটির মাঝখানে এবং মধ্যচ্ছদার ওপরে অবস্থিত। হৃৎপিণ্ডের প্রশস্ত প্রান্তটি ওপরের দিকে এবং ছুঁচালো প্রান্তটি নিচের দিকে বিন্যস্ত থাকে।
\n ? হৃৎপিণ্ডটি দ্বিস্তরী পেরিকার্ডিয়াম পর্দা দিয়ে বেষ্টিত থাকে। উভয় স্তরের মাঝে পেরিকার্ডিয়াম ফ্লুইড থাকে, যেটি হৃৎপিণ্ডকে সংকোচনে সাহায্য করে।
\n ? মানুষের হৃৎপিণ্ড চারটি প্রকোষ্ঠ নিয়ে গঠিত। ওপরের প্রকোষ্ঠ দুটিকে যথাক্রমে ডান এবং বাম অলিন্দ (Atrium) এবং নিচের প্রকোষ্ঠ দুটিকে যথাক্রমে ডান ও বাম নিলয় (Ventricles) বলে।
\n? বাম নিলয়ের সঙ্গে চারটি পালমোনারি শিরা যুক্ত থাকে। ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনি এবং বাম নিলয় থেকে মহাধমনি উৎপত্তি হয়েছে।
\n? মানুষসহ অধিকাংশ প্রাণির একটি হৃৎপিন্ড থাকে কিন্তু ক্যাটল ফিসের তিনটি হৃৎপিন্ড থাকে। পূর্ণ বয়স্ক মানুষের হৃৎপিন্ডের ওজন ৩০০ গ্রাম।\n