পবিত্র কুরআনে মোট সূরার সংখ্যা 114 টি। এই ছড়াগুলো কে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি অংশ হচ্ছে মাক্কী সূরা অপরটি মাদানী সূরা।
সাধারণভাবে বলা যায়, পবিত্র মক্কা নগরীতে আল-কোরআনের যে সূরা সমূহ নাযিল হয়েছে সেগুলো কে মাক্কী সূরা বলা হয়। প্রসিদ্ধ মত অনুযায়ী, মহানবী (সা:) এর মক্কা থেকে মদীনায় হিজরতের পূর্বে নাযিল হওয়া সমস্ত সূরাকে মাক্কী সূরা বলা হয়।
উল্লেখ্য, মাক্কী সূরা প্রসঙ্গে ইয়াহিয়া ইবনে সালাম বলেন, "মহানবী (সা:) এর হিজরত কালে মদীনায় গমনের পথে মদিনায় পৌঁছার পূর্ব পর্যন্ত যে সকল সূরা নাযিল হয় সেগুলোও মাক্কী সূরা।"
মাক্কী ও মাদানী সূরার মধ্যে মাক্কী সূরা সংখ্যাই বেশি। পবিত্র কোরআনে মাক্কী সূরার সংখ্যা মোট 86 টি।
সাধারণ ভাষায় বলা যায়, যে সূরাগুলো মদিনাতে নাযিল হয়েছে সেগুলো কে মাদানী সূরা বলে। তবে প্রসিদ্ধ মত অনুযায়ী, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মদিনায় হিজরতের পর নাযিল হওয়ার সকল সূরাকে মাদানী সূরা বলা হয়।
মাক্কী ও মাদানী সূরার মধ্যে সংখ্যায় কম হচ্ছে মাদানী সূরা। পবিত্র কুরআনে মাদানী সূরার সংখ্যা মোট 28 টি।