কোন লাল রঙের কাপড়ে যখন আলো পড়ে, কাপড়টি তখন লাল রঙ ছাড়া সাদা আলোর জন্য রঙ শোষণ করে নেয়। কাপড়টি স্বচ্ছ না থাকায় লাল রঙ কাপড়ের মধ্য দিয়ে গমন করতে পারেনা, লাল রঙ কাপড় থেকে প্রতিফলিত হয়। এজন্যই কাপড়টিকে আমরা লাল দেখি।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।