বুলেটের গতি অত্যও বেশি হয়। বুলেট যখন কাঁচের জানালায় ছোঁড়া হয়, তখন অতি অল্প সময় বুলেটের গতি কাচের উপর ক্রিয়া করে। এতে কেবল কাচের আঘাতপ্রাপ্ত অংশে স্থিতিজড়তার সামান্য পরিবর্তন হয়, অন্য অংশের স্থিতিজড়তা অপরিবর্তিত থাকে। এর ফলে আঘাতপ্রাপ্ত অংশে ছোট ছিদ্র তৈরি হয়। অন্যদিকে, ঢিল ছুঁড়লে এর গতি অনেক কম থাকে ফলে এটি কাঁচের জানালায় অনেক সময় ধরে ক্রিয়া করে। এতে কাচের জানালার বেশ কিছু অংশের স্থিতিজড়তা নষ্ট হয়। যে সমস্ত অংশের স্থিতিজড়তা নষ্ট হয়, সেগুলো ভেঙ্গে যায় বলে চৌচির হয়ে যায়।