সঠিক উত্তর হচ্ছে: কোনটিই নয়
ব্যাখ্যা: \'অতএব\'\' শব্দটি বিসর্গ সন্ধির উদাহরণ যার সন্ধি বিচ্ছেদ হলো অতঃ + এব। এরূপ আরো কিছু গুরুত্বপূর্ণ বিসর্গ সন্ধির উদাহরণ হলো - নীরব, নিরাকার, দুর্যোগ, পুনর্জন্ম, প্রাতরাশ, তপোবন, পুনরায় ইত্যাদি\n[সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- সৌমিত্র শেখর।]