সঠিক উত্তর হচ্ছে: অ্যাটর্নি জেনারেল
ব্যাখ্যা: পঞ্চম পরিচ্ছেদ \r\nঅ্যাটর্নি জেনারেল (THE ATTORNEY GENERAL)\r\n\r\n৬৪ নং অনুচ্ছেদ. অ্যাটর্নি জেনারেল \r\nমূলকথা : (৬৪ নং অনুচ্ছেদ)\r\n ® সংজ্ঞাঃ রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তাকে অ্যাটর্নি জেনারেল বলে। \r\n ® নিয়োগঃ ৬৪ নং অনুচ্ছেদ অনুসারে অ্যাটর্নি জেনারেল নিয়োগ করেন রাষ্ট্রপতি।\r\n ® যোগ্যতাঃ ৬৪(১) নং অনুচ্ছেদ অনুসারে সুপ্রীম কোর্টের বিচারক হওয়ার যোগ্য হতে হবে।\r\n ® ক্ষমতাঃ বাংলাদেশের সকল আদালতে তাঁর বক্তব্য পেশ করার অধিকার থাকবে। \r\n ® মেয়াদ : ৬৪ (৪) নং অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি তাঁর কাজকর্মে সন্তুষ্ট যতদিন থাকবেন ততদিন পদে বহাল থাকবেন।\r\n ® পারিশ্রমিক : ৬৪ (৪) নং অনুচ্ছেদ অনুসারে অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি নির্ধারিত পারিশ্রমিক লাভ করেন।\r\n ® বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল : মাহবুবে আলম।