সঠিক উত্তর হচ্ছে: আরবি
ব্যাখ্যা: জাতিসংঘের বৈঠকে ব্যবহৃত ছয়টি ভাষাকে বলা হয় জাতিসংঘের অফিসিয়াল ভাষা। জাতিসংঘের সকল আনুষ্ঠানিক দলিল দস্তাবেজগুলোও এই ছয়টি ভাষায় লিখা হয়। \nআরবি (আধুনিক স্ট্যান্ডার্ড আরবী), ইংরেজি (অক্সফোর্ড বানানে ব্রিটিশ ইংরেজি), ফরাসি ভাষা, ম্যান্ডারিন (সরলীকৃত চীনা বর্নমালা), রুশ ভাষা, স্প্যানিশ।