থার্মোমিটারে পারদ ব্যবহারের সুবিধা হল :
ক. বিশুদ্ধ পারদ পানি ও অন্যান্য তরলের ন্যায় কাচের দেওয়ালের সাথে আটকে থাকে না, ফলে নলের মধ্যে সহজে উঠানামা করতে পারে। তাপমাত্রা
খ. অল্প তাপে পারদের আয়তন অনেক বেশি বৃদ্ধি পায়। ফলে পারদ থার্মোমিটার দিয়েসূ ক্ষ্মভাবে মাপা যায়।
গ. পারদ তাপের সুপরিবাহী। তাই উষ্ণবস্তুর সংস্পর্শে আসামাত্রই বস্তুর তাপমাত্রা গ্রহণ করে। তাপমাত্রা বৃদ্ধির সাথে পারদের প্রসারণ একই মাত্রায় হয়। পারদের হিমান্ত-39°C এবং স্ফুটনাঙ্ক 357°C। ফলে এর মাঝের যে কোন তাপমাত্রা পারদ থার্মোমিটার দ্বারা মাপা যায়।