আয়রন, ক্রোমিয়াম প্রভৃতি কয়েকটি ত্রিযোজী ধাতুর বিশেষ ধর্ম হল এরা লঘু নাইট্রিক এসিডের সাথে সহজেই বিক্রিয়া করে কিন্তু অতি গাঢ় বা ধূমায়মান নাইট্রিক এসিডের সংস্পর্শে নিষ্ক্রিয় হয়ে পড়ে অর্থাৎ বিভিন্ন বিক্রিয়ায় অংশ নিতে পারে না । ধাতুর এ অবস্থাকে নিষ্ক্রিয় অবস্থা এবং এই ধর্মকে ধাতুর নিষ্ক্রিয়তা বলা হয়।