সোডিয়াম কক্ষ তাপমাত্রায় অর্দ্র বাতাসের সংস্পর্শে সোডিয়াম অক্সাইড উৎপন্ন হয়, বাতাসের জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে । আবার বাতাসের কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে ধীরে ধীরে সোডিয়াম কার্বা পরিণত হয়। এ কারণে সোডিয়াম ধাতুকে পেট্রোল বা কেরোসিনের নীচে রাখা হয়, যেন বাতাসের সংস্পর্শে না আসে।