সঠিক উত্তর হচ্ছে: অধিকরণ
ব্যাখ্যা: ক্রিয়া সম্পাদনের কাল এবং স্থানকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারক তিন প্রকার- কালাধিকরণ (ক্রিয়ার কাল বোঝানো হয়), আধারাধিকরণ (ক্রিয়া সম্পাদনার স্থান) এবং ভাবাধিকরণ (ক্রিয়ার ভাব সংক্রান্ত)। \'ব্যাকরণ\' পদটি আধারাধিকরণ এর উদাহরণ।