সঠিক উত্তর হচ্ছে: আমেরিকা
ব্যাখ্যা: নিম্নচাপের কারণে সৃষ্ট ঘূর্ণিঝড় বিশেষ। সাধারণভাবে এই জাতীয় ঘূর্ণিঝড়কে সাধারণভাবে বলা হয় সাইক্লোন (Cyclone)। গ্রিক kyklos শব্দের অর্থ হলো বৃ্ত্ত। এই শব্দটি থেকে উৎপন্ন শব্দ হলো kykloun। এর অর্থ হলো- আবর্তিত হওয়া। এই শব্দটি পরিবর্তিত হয়ে তৈরি হয়েছে kyklōma । এই শব্দের অর্থ হলো- চক্র বা কুণ্ডলিত। ১৮৪৮ খ্রিষ্টাব্দে ব্রিটিশ-ভারতীয় আবহাওয়াবিদ হেনরী পিডিংটন তাঁর সামুদ্রিক দুর্যোগ বিষয়ক গ্রন্থ, The Sailor\'s Horn-book for the Law of Storms-এতে Cyclone শব্দটি প্রথম ব্যবহার করেন। উল্লেখ্য বাংলায় সাইক্লোন শব্দটি গৃহীত হয়েছে ইংরেজি থেকে।\n\nআটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের উপকূলীয় অঞ্চলের তীব্র ঘূর্ণিঝড়কে হারিকেন নামে চিহ্নিত করা হয়। এই মহাসাগর দুটিতে উৎপন্ন ঘূর্ণিঝড়-এর গতিবেগ যখন ঘণ্টায় ১১৭ কি.মি.-এর বেশি হয়, তখন এই ঝড়কে হারিকেন নামে অভিহিত করা হয়। এই নামটি গ্রহণ করা হয়েছে− আমেরিকার মায়া-সংস্কৃতিতে বর্ণিত দেবতা হুরাকান-এর নামানুসারে। উল্লেখ্য, মায়া পৌরাণিক কাহিনীতে হুরাকান হলো ঝড়ের দেবতা। \n\nআঞ্চলিকতার বিচারে হারিকেনকে দুটি ভাগে ভাগ করা হয়। এই ভাগ ২টি হলো− আটলান্টিক মহাসাগরীয় হারিকেন এবং প্রশান্ত মহাসাগরীয় হারিকেন।\n\nআটলান্টিক মহাসাগরীয় হারিকেন : আমেরিকা মহাদেশ সংলগ্ন আটলান্টিক মহাসাগরে উৎপন্ন হারিকেন।