সঠিক উত্তর হচ্ছে: ধর্মপাল
ব্যাখ্যা: বিক্রমশীলা মহাবিহার তিববতী কিংবদন্তি অনুসারে পালরাজ ধর্মপাল (আনু. ৭৮১-৮২১ খ্রি.) প্রতিষ্ঠিত একটি বৌদ্ধ মঠ। এর সমর্থন মেলে সর্বজ্ঞ মিত্র-এর ‘স্রগ্ধরা স্তোত্র’ (Sragdhara Stotra) সূত্রে, যেখানে এটিকে ‘শ্রীমদ্বিক্রমশীলাদেব মহাবিহার’ বলে উল্লেখ করা হয়েছে। রাজা ধর্মপাল গৌরবময় ‘বিক্রমশীলাদেব’ উপাধি গ্রহণ করেছিলেন বলে জানা যায়।\n\n