সঠিক উত্তর হচ্ছে: সপ্তপদী
ব্যাখ্যা: ১৯৪২ সালে গান্ধিজীর স্বদেশী আন্দোলনের সময়কাল এ গল্পের পটভূমি। কৃষ্ণেন্দু এ গল্পের নায়ক। কৃষ্ণেন্দু বাঙালি হিন্দু ছেলে, তরুণ মেধাবী ছাত্র এবং অসামান্য প্রতিভাধর ফুটবল খেলোয়ার। নায়িকা রিনা ব্রাউন সুন্দরী এবং মেধাবী ক্রিশ্চিয়ান মেয়ে। দুই বিপরীত ধর্মের তরুণ প্রেমের উপাখ্যান এটি। হাঁসুলী বাঁকের উপকথা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত একটি আঞ্চলিক উপন্যাস। একটি কালো মেয়ের কথা উপন্যাসটি রচিত বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিয়ে। উৎস: Hello BCS লেকচার।