সঠিক উত্তর হচ্ছে: টাংগুয়ার
ব্যাখ্যা: টাংগুয়ার কে হাওড়কে নয় কুড়ি কান্দার ছয় কুড়ি বিল নামে পরিচিত। ২০০০ সালে ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজের অংশ হিসাবে ঘোষণা করে। একে স্থানীয় ভাবে এই বিশেষ নামে ডাকা হয়। মৌলভীবাজারে অবস্থিত হাকালুকি হাওড় দেশের বৃহত্তম হাওড় যার আয়তন ২৪,৭০০ হেকটর।[তথ্যসূত্রঃ ইত্তেফাক পত্রিকা]