সঠিক উত্তর হচ্ছে: বুদ্ধিহীনেরা এ কথা বিশ্বাস করবে।
ব্যাখ্যা: যে বাক্যে একটি মাত্র ক্রিয়া এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। \'যাদের বুদ্ধি নেই, তারাই এ কথা বিশ্বাস করবে\' এটি একটি জটিল বাক্য। একে সরল বাক্যে রূপান্তর করলে হবে- \'বুদ্ধিহীনেরা এ কথা বিশ্বাস করবে\'। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।