সঠিক উত্তর হচ্ছে: অলুক তৃতীয়া তৎপুরুষ
ব্যাখ্যা: পূর্বপদের তৃতীয়া বিভক্তির দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি লোপ না হলে অলুক তৃতীয়া তৎপুরুষ সমাস হয়। যেমন : তেলে ভাজা (তেল দিয়ে ভাজা) = তেলেভাজা। এরূপ- কলেছাঁটা, তাঁতেবোনা, হাতেকাটা ইত্যাদি। [সূত্র: ৯ম-১০ম শ্রেণীর বোর্ড বই]