সঠিক উত্তর হচ্ছে: বাহুল্য দোষে
ব্যাখ্যা: \"সকল আলেমগণ আজ উপস্থিত\"- বাক্যটিতে বাহুল্য দোষ রয়েছে। \n\n• বাহুল্য দোষ:\nপ্রয়ােজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করলে বাক্যে বাহুল্য দোষ ঘটে এবং শব্দ তার যােগ্যতা গুণ হারিয়ে ফেলে।\n• যেমন- দেশের সব শিক্ষকগণ এখানে উপস্থিত হয়েছেন।\nবাংলা ভাষায় একই বাক্যে দুইবার বহুবচন ব্যবহৃত হয় না।\nদুইবার বহুবচন বাচক চিহ্ন বা শব্দ ব্যবহার করলে শব্দ বাহুল্য দোষে দুষ্ট হয়।\nবাক্যটি হবে দেশের \"সকল আলেম আজ উপস্থিত\" অথবা \"আলেমগণ আজ উপস্থিত\"।\n\nউৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।