সঠিক উত্তর হচ্ছে: দ্বিতীয়া
ব্যাখ্যা: দ্বিতীয়া তৎপুরুষ সমাস
\n? পূর্বপদের বিভক্তি (কে, রে) ইত্যাদি লোপ হয়ে যে সমাস হয়, তাকে দ্বিতীয়া তৎপুরুষ সমাস বলে।
\n? এছাড়া ব্যাপ্তি অর্থেও দ্বিতীয়া তৎপুরুষ সমাস হয়। যথা-
\n ? দুঃখকে প্রাপ্ত = দুঃখপ্রাপ্ত [পিকেএসএফর এর সহকারী ব্যবস্থাপক: ১৯]
\n ? বিপদকে আপন্ন = বিপদাপন্ন
\n ? বইকে পড়া = বই-পড়া
\n ? দেবকে দত্ত = দেবদত্ত
\n ? বিস্ময়কে আপন্ন= বিস্ময়াপন্ন [৩৭তম বিসিএস]
\n ? ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী = ক্ষণস্থায়ী
\n ? রথদেখা [সাধারণ বীমা কর্পোরেশনের সহকারী ব্যবস্থাপক : ১৯]
\n ? চিরকাল ব্যাপিয়া সুখী = চিরসুখী [বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশনের অফিসার : ১১; বাংলাদেশ কমার্স ব্যাংক লি. অফিসার (গ্রেড-৩) : ০০]
\nএরকম : গা-ঢাকা, বীজবোনা, ভাতরাঁধা, ছেলে-ভুলানো (ছড়া), নভেল-পড়া, আম-কুড়ানো, দুঃখাতীত, দেশত্যাগ, পৃষ্ঠপ্রদর্শন, ভূঁইফোঁড়, স্বর্গপ্রাপ্ত, হলুদবাটা, পরলোকগত ইত্যাদি। \n