সঠিক উত্তর হচ্ছে: স্লোয়ানে স্টিফেন্স
ব্যাখ্যা: শিরোপা নির্ধারণী ম্যাচে লাটভিয়ার ২০ বছর বয়সী হেলেনা ওস্তাপেনকোকে হারিয়ে প্রথমবারের মতো মর্যাদার মিয়ামি মাস্টার্সে চ্যাম্পিয়ন হলেন যুক্তরাষ্ট্রের স্লোয়ানে স্টিফেন্স। ফাইনালে ৭-৬ (৭/৫), ৬-১ গেমে র্যাংকিংয়ের পঞ্চম খেলোয়াড় ওস্তাপেনকোকে হারিয়ে শিরোপা নিজের করে নেন স্লোয়ানে স্টিফেন্স। ২০০৯ সালে আজারেঙ্কার পরে সবচেয়ে কম বয়সে মিয়ামি ফাইনালে ওঠার কৃতিত্ব দেখিয়েছেন ওস্তাপেনকো। ২০ বছর ২৯৭ বছর বয়সে তিনি ফাইনাল খেলেছেন।