সঠিক উত্তর হচ্ছে: মুকুন্দরাম চক্রবর্তী
ব্যাখ্যা: মুকুন্দরাম চক্রবর্তী মেদিনীপুরের রাজা রঘুনাথ রায়ের অনুরোধে ‘ চণ্ডীমঙ্গল ’ কাব্য লেখেন। রাজা রঘুনাথ তাকে ‘ কবি কঙ্কন\' উপাধি দেন। মুকুন্দরাম চক্রবর্তীকে \'দুঃখ বর্ণনার কবি\'ও বলা হয়।\' কবিরাজ \'উপাধি হলো সমুদ্রগুপ্তের।\' কবিগুরু \'উপাধি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের। ‘কবিকণ্ঠহার\' উপাধি হলো বিদ্যাপতির।