সঠিক উত্তর হচ্ছে: ০১ অক্টোবর, ২০১৯ খ্রিস্টাব্দে
ব্যাখ্যা: ? বঙ্গবন্ধু স্যাটেলাইট— ০১\r\n\r\n? ধরন— যোগাযোগ ও সম্প্রচার স্যাটেলাইট। স্থায়িত্বকাল— ১৫ বছর। \r\n? সম্প্রচার শুরু হয়— ০১ অক্টোবর, ২০১৯ খ্রিস্টাব্দে।\r\n? বাংলাদেশ টেলিভিশন ভারতে সম্প্রচার শুরু হয়— ০২ অক্টোবর, ২০১৯ খ্রিস্টাব্দ। \r\n? দেশের টেলিভিশন চ্যানেলগুলো সম্প্রচার শুরু করে— ০২ অক্টোবর, ২০১৯ খ্রিস্টাব্দ। \r\n? বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বাণিজ্যিক কার্যক্রম শুরু করে— ১৯ মে ২০১৯ খ্রিস্টাব্দে। \r\n? উৎক্ষেপণের তারিখ— ১১ মে ২০১৮ খ্রিস্টাব্দ। উৎক্ষেপণের বর্ষপূর্তি— ১১ মে ২০১৯ খ্রিস্টাব্দ। \r\n? উৎক্ষেপণ করা হয়— যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল লঞ্চপ্যাড বøক ৫ থেকে।\r\n? নির্মিত হয়— ফ্রান্সের কান টুলুজ ফ্যাসিলিটিতে। নির্মাণকারী প্রতিষ্ঠান— ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি। \r\n? বহনকারী রকেটের নাম— ফ্যালকন-৯। অবস্থান — পূর্ব দ্রাঘিমাংশে। \r\n? অরবিটাল প্লট কেনা হয়— রাশিয়ার ইন্টারস্পুটনিকের কাছ থেকে। স্যাটেলাইটে লেখা আছে— ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’\r\n? বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ পরিচালনা করবে- Bangladesh Communication Satellite Company Ltd. (BCSCL)\r\n? স্যাটেলাইট স্টেশন- ক. সজীব ওয়াজেদ জয় স্টেশন রাজেন্দ্রপুর, গাজীপুর এবং খ. সজীব ওয়াজেদ জয় স্টেশন বেতগুনিয়া, রাঙামাটি।\r\n\r\n\r\n? অন্যান্য\r\n\r\n? বিশ্বে স্যাটেলাইট যুগে বাংলাদেশের অবস্থান— ৫৭তম। \r\n? বাংলাদেশের প্রথম ন্যানো স্যাটেলাইট— ব্র্যাক উদ্ভাবিত ব্র্যাক অন্বেষা। \r\n? বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ— বঙ্গবন্ধ-০১।