রুই মাছের কানকোর পশ্চাৎ কিনারা একটি পাতলা ঝিল্লি বা পর্দা দ্বারা ঘেরা থাকে একে ব্র্যাংকিওস্টেগাল ঝিল্লি বলে। ঝিল্লিটির সাথে কতগুলো অস্থি নির্মিত দণ্ড লাগানো থাকে। ঝিল্লিটি কানকোর ভিতরে পানি আটকে রাখতে সাহায্য করে ফলে মাছ ব্যাপন প্রক্রিয়ায় ফুলকার সাহায্যে পানি থেকে পর্যাপ্ত অক্সিজেন গ্রহণ করতে পারে।