সঠিক উত্তর হচ্ছে: শাঁখিনী
ব্যাখ্যা: কয়েকটি নিত্য স্ত্রী-বাচক শব্দ হলো- সতীন, বাইজি, ডাইনি, শাঁখিনী, সৎমা, এয়ো, দাই, সধবা, কুলটা, অর্ধাঙ্গিনী, কলঙ্কিনী, অন্তঃসত্ত্বা, সজনী, রূপসী ইত্যাদি। তাছাড়া সুকেশী, ধাত্রী, সারী এর পুরুষ বাচক শব্দগুলো হল - সুকেশ, ধাতা, শুক। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (লেখকঃ ড. সৌমিত্র শেখর)]