Cnidaria জাতীয় প্রাণীদের এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে অবস্থিত ০.১ ব্যাসবিশিষ্ট, জেলির মতো আঠালো, স্থিতিস্থাপক, পাতলা, বর্ণহীন এবং উভয় কোষস্তর নিঃসৃত অকোষীয় স্তরটির নাম মেসোগ্লিয়া। এতে স্নায়ুতন্তু আড়াআড়িভাবে অবস্থান করে। মেসোগ্লিয়া বহিঃ ও অন্তঃত্বকের কোষসমূহের ভিত্তিঝিল্লিরূপে অবস্থান করে এবং পেশি প্রবর্ধনগুলোর সংযুক্তি তল হিসেবে কাজ করে।