সঠিক উত্তর হচ্ছে: রজনীকান্ত সেন
ব্যাখ্যা: \"বাবুই পাখিকে ডাকি বলিছে চড়াই / কুঁড়ে ঘরে থাকি কর শিল্পের বড়াই\"- চরণ দু\'টির রচয়িতা রজনীকান্ত সেন। উক্ত চরণ দু\'টি রজনীকান্ত সেন রচিত \'স্বাধীনতার সুখ\' কবিতার অন্তর্ভুক্ত। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (লেখকঃ ড. সৌমিত্র শেখর) ]